সরকারি কর্মীদের বকেয়া ডিএ কীভাবে মেটানো হবে? তাও আবার ৩৪ শতাংশ হারে! নবান্ন সূত্রের খবর, দুটি বিকল্প উপায় নিয়ে ভাবনাচিন্তা চলছে। হয় কিস্তি ডিএ (Dearness Allowance) পাঠানো হবে,
না হলে কর্মীদের পিএফের টাকার সঙ্গে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে কর্মীদের আজ নবান্ন অর্থদপ্তরের মিটিং ছিল পূজোর টাকা দেওয়া নিয়ে সেখানে বকেয়া ডি এ আলোচনার হবার কথা থাকলেও ডি এ সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বle খবর। তবে আজ অর্থমন্ত্রী জানান ডি এ নিয়ে বৈঠক হবে খুব শীগ্রহ সেখানে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে আলোচনা হবে বা রাজ্য সরকার ডি এ সিদ্ধান্ত মেনে নেবে সেই নিয়ে আলোচনা হবে অন্য ডি এ নিয়ে মুখ্যমন্ত্রী জানান ডি এ ১ লক্ষ 20 হাজার কোটি দেয়নি কেন্দ্রীয় সরকার আমাদের
টাকা না দিয়ে কেন্দ্রীয় সরকার ডি এ ঘোষণা করেছে টিকবে যাই হোক ডি এ মৌলিক অধিকার সেটা পাবেন কর্মীরা আশ্বাস দিয়েছেন সমস্ত আইনজীবী
0 Comments
please tell what is your needs from this web site