বকেয়া ডি এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল সুপ্রিম কোর্ট

নিজেস্ব প্রতিবেদন : ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের পাশে থাকার বার্তা দিলেন সুপ্রিম কোর্ট, 48 মাসের এরিয়ার কর্মচারীদের দিতেই হবে, এটা থেকে মুক্তি পাবে না রাজ্য সরকার।। রাজ্য সরকার ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছে, খেলা মেলায় খরচ করছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দিচ্ছে না কেন? রাজ্য সরকার আর্থিক অজুহাতের কারণ দেখালেও, সেটা মেনে নেওয়া সম্ভব নয়, সরকারি কর্মচারীদের ডিএ আইনি অধিকার, তাদের প্রাপ্য অধিকার তাদের মিটিয়ে দেওয়া উচিত, বলেন সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার জানাচ্ছে কালি পূজোর আগেই রাজ্য সিদ্ধান্ত নিয়ে নেবে ডি এ দেওয়ার সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের, তার জন্য একটু সময়ের প্রয়োজন। তৃণমূল কর্মীসভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলনে একথা জানায় মুখ্যমন্ত্রী। আর্থিক সংকটের মাঝেও কর্মচারীদের ডিএ দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, বলেন কেন্দ্র সরকার 90 হাজার কোটি টাকা দিচ্ছে না। সূত্র মারফত সুপ্রিম  কোর্টের আইনজীবী জানুয়েছেন ডি এ মামলায় ডি এ মামলায় ক্যাভিয়েট দাখিল করেছে কর্মী সংগঠন ফলে রায় সরকারি কর্মীদের পক্ষেই যাবে এই দিকে  আজ নবান্ন বকেয়া ডি এ নিয়ে মিটিং ডাকা হতে পারে।




Post a Comment

0 Comments

Join our teligram group

Join our teligram group
টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
close