কটি কিস্তিতে মিলবে ডিএ, আলোচনা কর্মী মহলে। পুজার আগেই সুসংবাদ। জগ্গধাত্রী পূজো
তার আগেই আসতে চলেছে ডিএ মামলার ননিয়ে খুশির খবর এবার কোন বাধা ছাড়াই শুরু হতে
যাচ্ছে জগ্গধাত্রী পূজা রাজ্য সরকারি কর্মী দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও খুশির
আপডেট ১০ শতাংশ ডি এ ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডি এ
সংক্রান্ত ফাইল আগেই মুখ্যমন্ত্রীর অফিসে পাঠানো হয়েছিল এছাড়া আজ মুখ্যমন্ত্রীর
সঙ্গে মিটিং ছিল অর্থদপ্তর ও উপদেষ্টা কমিটির সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ১০ %
ডি এ মঞ্জুর করল সরকার অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে কিন্তু অন্য দিকে ক্ষোভে ফেটে
পড়ল সরকারি কর্মীরা রাজ্যে ১০% ডি এ ঘষনা হতে পারে শুনে বেজায় চটেছেন কর্মীরা
কেন্দ্রীয় সরকার ৩৮ % ডি এ দিচ্ছে সেখানে রাজ্য পাব
ে ১০+৩=১২% সেক্ষেত্রে ফারাক থেকেই যাচ্ছে ২৫% কর্মীচারিরা বলছে এর থেকে না দেওয়া
ভালো তারা AICPI মতে ডি এ চাইছে । রাজ্য জানাচ্ছে কেন্দ্রীয় সরকার যেন রাজ্য
কর্মীদের ডি এ বহন করে তারা ১ লক্ষ ২০ হাজার কোটি বকেয়া দেয়নি তাই টারা যেন এই ডি এ
তা বহন করে । তবে অবশেষে ডি এ পেতে চলছেন সরকারি কর্মীরা দীর্ঘ টালবাহানর পর ডি এ
পাবেন কর্মীরা ৯ ঘোষণা চলতি মাসে বেতন সাথেই পাবেন কর্মীরা তার জন্য অতিরিক্ত বেতন
ও পেনশন মিলিয়ে ২০০ কোটি টাকা খরচ হবে বলেছে রাজ্য সরকার
বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লইজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
মলয় মুখোপাধ্যায় বলছেন, “আমরা তথা সরকারি কর্মচারীদের এটাই চেয়েছিলাম যাতে ডিএ
দেওয়ার ক্ষেত্রে সরকারি হাঁড়ির হাল খারাপের যুক্তি আর ধোপে টিকবে না।” প্রসঙ্গত
বলা যায়, অতীতে একাধিক বার জনসভায় রাজ্যের আর্থিক অবস্থার মন্দার কথা উল্লেখ
করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
0 Comments
please tell what is your needs from this web site