নিজেস্ব প্রতিবেদন : - আজ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান ডিএ মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের, তার জন্য একটু সময়ের প্রয়োজন। পূজোয় গিয়ে সেখানে থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানায় মুখ্যমন্ত্রী।
আর্থিক সংকটের মাঝেও কর্মচারীদের ডিএ দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, বলেন কেন্দ্র সরকার ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা দিচ্ছে না।
সূত্র মারফত সুপ্রিম কোর্টের আইনজীবী জানুয়েছেন ডি এ মামলায় ডি এ মামলায় ক্যাভিয়েট দাখিল করেছে কর্মী সংগঠন ফলে রায় সরকারি কর্মীদের পক্ষেই যাবে এই দিকে অন্য দিকে পূজোর পর নবান্নে বকেয়া ডি এ নিয়ে মিটিং ডাকা হতে পারে।
সেখানে সুপ্রিম কোর্টে মামলা করা হবে কিনা সেই নিয়ে আলোচনা করা হবে এবং বকেয়া ডি এ কি রাজ্য দিয়ে দেবে যার জন্য ৭০ হাজার কোটি টাকা খরচ হবে সেটার যোগান কি করে করা হবে সেই নিয়ে আলোচনা হবে তবে ডি এ নিয়ে রাজ্যের অবস্থান পূজোর পর বোঝা যাবে
 |
West bengal da news |
0 Comments
please tell what is your needs from this web site