পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (WB DA Announcement) নিয়ে কিছুটা হলেও হয়তো দাবী পুরন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি সপ্তাহেই সমস্ত দপ্তরের আর্থিক উপদেষ্টাদের নিয়ে নবান্নে জরুরী বৈঠক করতে চলেছে, পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর।
শুক্রবারই রাজ্য বিধানসভার
২০২২-২৩ শিক্ষাবর্ষের বাজেট পেশ হয়েছে। আর তাতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একরাশ খুশির দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি খাতে বাজেটে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় ।
এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন খাতে বরাদ্দ করা হয়েছে ৬০ হাজার ৫২৩ কোটি টাকা। গত অর্থ বছরে তুলনায় এবারের বরাদ্দ প্রায় এক হাজার কোটি টাকা বেশি হয়েছে। আর এই বাড়তি বরাদ্দই কাজে লাগতে পারে কর্মচারীদের বেতন বৃদ্ধিতে। এমনটাই ইঙ্গিত মিলেছে। এদিকে কোনও সরকারি কর্মী বর্তমানে যে
বরাদ্দই কাজে লাগতে পারে কর্মচারীদের বেতন বৃদ্ধিতে। এমনটাই ইঙ্গিত মিলেছে। এদিকে কোনও সরকারি কর্মী বর্তমানে যে বেতন পান তা থেকে এক শতাংশ বেতন বৃদ্ধি করতে হলে বাড়তি ৬৪ কোটি টাকা বরাদ্দ করতে হয়। সেক্ষেত্রে বেতনের জন্য বছরে বাড়তি খরচ হবে প্রায় ৭৬৮ কোটি টাকা। আর সেটাই যদি তিন শতাংশ হারে বৃদ্ধি করতে হয় তবে বছরে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা
এদিকে এবার এখনও কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা হয়নি। এনিয়ে ক্ষোভ দানা বেঁধেছে সরকারি কর্মী সংগঠনগুলির মধ্যে। তাদের দাবি এখনও ২৮ শতাংশ ডিএ বকেয়া থেকে গিয়েছে। তবে বাজেটে বেতন বৃদ্ধির জন্য বরাদ্দ কিছুটা হলেও কর্মচারীদের বঞ্চনার ক্ষতে প্রলেপ দিতে পারে মনে করছে ওয়াকিবহাল মহল।
![]() |
ডি এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট |
0 Comments
please tell what is your needs from this web site